শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছেলের জন্য দুবাইয়ের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি কিনলেন আম্বানি

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ১৪ ০২ ০১  

ছেলের-জন্য-দুবাইয়ের-সবচেয়ে-ব্যয়বহুল-বাড়ি-কিনলেন-আম্বানি

ছেলের-জন্য-দুবাইয়ের-সবচেয়ে-ব্যয়বহুল-বাড়ি-কিনলেন-আম্বানি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সবচেয়ে ব্যয়বহুল বাড়ি কিনেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সমুদ্রের তীরবর্তী একটি ভিলা আট কোটি ডলারে কেনা হয়। খবর এনডিটিভির।

চলতি বছরের শুরুর দিকে ছোট ছেলে অনন্তর জন্য দুবাইয়ের ‘পাম জুমেইরাহ’-তে সম্পত্তি কেনন ভারতের শীর্ষ ধনী আম্বানি। বাড়ি কেনার লেনদেন  গোপনে সম্পন্ন হয়েছে।

দুবাইয়ে সমুদ্র ভরাট করে ‘পাম জুমেইরাহ’ কৃত্রিম দ্বীপটি তৈরি হয়। খেজুরগাছ আকৃতির দ্বীপটির উত্তরাংশে ভিলাটি অবস্থিত। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভবনটিতে১০টি শয়নকক্ষ, একটি প্রাইভেট স্পা ও ইনডোর ও আউটডোর পুল রয়েছে।

অতিধনীদের পছন্দের জায়গায় পরিণত হয়েছে দুবাই। বিদেশিদের দীর্ঘমেয়াদি ‘গোল্ডেন ভিসা’ ও সহজে সম্পত্তির মালিক হওয়ার সুযোগ দেয় আমিরাত সরকার। আম্বানির নতুন প্রতিবেশীদের কয়েকজন হবেন ব্রিটিশ ফুটবলার ডেভিড ব্যাকহাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া ও বলিউড তারকা শাহরুখ খান।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, আম্বানির সম্পদের পরিমাণ ৯ হাজার ৩৩০ কোটি ডলার। ছোট ছেলে অনন্ত এ সম্পদের তিন উত্তরাধিকারীর একজন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর