শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা হবে মাঠে, মিরাজ জানালেন জয়ের মন্ত্র

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ২০ ০৮ ০১  

খেলা-হবে-মাঠে-মিরাজ-জানালেন-জয়ের-মন্ত্র

খেলা-হবে-মাঠে-মিরাজ-জানালেন-জয়ের-মন্ত্র

এরইমধ্যে শুরু হয়ে গেছে এশিয়া কাপের জমজমাট আসর। তাও টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এবারে বসেছে ৪-৬ এর ধামাকা আসর। মঙ্গলবার ৩০ আগস্ট প্রথম খেলায় মাঠে নামছে টাইগার বাহিনী, প্রতিপক্ষ আফগানিস্তান।     

র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও বর্তমান ফর্ম বিবেচনায় আফগানিস্তানের ধারে কাছেও নেই বাংলাদেশ। 

তারপরও বাংলাদেশের স্পিন অলরাউন্ডার বিশ্বাস মেহেদী হাসান মিরাজ বিশ্বাস করেন, দলগতভাবে ভালো খেললে বাংলাদেশ হারাতে পারবে যে কাউকে।

দুবাইয়ে অনুশীলনে নামার আগে গণমাধ্যমে মিরাজ বলেন, ‘আমরা অবশ্যই জিততে চাই, সবাই জিততে চায়। জিততে গেলে যেসব প্রক্রিয়া আছে, ব্যাটারদের রান করতে হবে, বোলারদের উইকেট নিতে হবে। কিভাবে একটা দল জিততে পারে…সবাইকে একসাথে পারফর্ম করতে হবে।’

নিজেদের দলগত শক্তির কথা মনে করিয়ে মিরাজ যোগ করেন, ‘বাংলাদেশ দল তখনই ভালো খেলে যখন আমরা একসাথে সবাই ভালো খেলি। এক/দুইজনের ব্যক্তি পারফরম্যান্স দিয়ে কখনো দলের ফল পক্ষে আনা যায় না। বিশেষ করে এরকম টুর্নামেন্টে তো কখনোই না।’

বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হতে পারে আফগানিস্তানের তিন স্পিনার। রশিদ খান, মুজিব উর রহমানের সঙ্গে মোহাম্মদ নবীর ঘূর্ণি। সঙ্গে দুই পেসার ফজল হক ফারুকি ও নাভীন উল হক তো রয়েছেন-ই। ব্যাটসম্যানদের জন্য কাজটা নির্দ্বিধায় কঠিন। মিরাজও মনে করেন, শারজাহতে যারা ভালো ব্যাটিং করবে তাদেরই জয়ের সুযোগ বেশি থাকবে।

তার ভাষ্য, ‘আমরা উইকেট থেকে যে সুবিধা পাবো ওরাও সেই সুবিধা পাবে। কারণ, ওদেরও স্পিন এ্যাটাক ভালো, আমাদেরও স্পিন এ্যাটাক ভালো। দেখতে হবে কারা ওই উইকেটে ভালো ব্যাটিং করছে। যারা ভালো ব্যাটিং করবে তাদের পক্ষে ফল যাওয়ার সুযোগ বেশি থাকবে।’

Provaati
    দৈনিক প্রভাতী