শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্ষমতা হারিয়ে বিএনপি উন্মাদ হয়ে গেছে: শাজাহান খান

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০২  

ক্ষমতা-হারিয়ে-বিএনপি-উন্মাদ-হয়ে-গেছে-শাজাহান-খান

ক্ষমতা-হারিয়ে-বিএনপি-উন্মাদ-হয়ে-গেছে-শাজাহান-খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ক্ষমতা হারিয়ে উন্মাদ হয়ে গেছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের দিয়ে সরকার চালানো কোনোদিনই সম্ভব নয়। তাই আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার করিম উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- খালেদা জিয়া নাকি মুক্তিযোদ্ধা, তিনি তখন কোথায় ছিলেন? আবার অদ্ভুত কথা বলেন, তারেক জিয়া নাকি শিশু মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন ক্ষমতায় না থেকে উন্মাদ হয়ে গেছেন তারা। ক্ষমতায় আসতে না পেরে তারা পাগল হয়ে গেছেন।

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য আরো বলেন, বিদ্যুৎ না দিয়ে খাম্বা বিক্রি করেছেন তারেক জিয়া। অথচ শেখ হাসিনা এখন ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান প্রমুখ।

Provaati
    দৈনিক প্রভাতী