শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

কিশোর গ্যাংয়ের আড্ডার প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৫ ০৩ ০২  

কিশোর-গ্যাংয়ের-আড্ডার-প্রতিবাদ-করায়-যুবককে-কুপিয়ে-জখম

কিশোর-গ্যাংয়ের-আড্ডার-প্রতিবাদ-করায়-যুবককে-কুপিয়ে-জখম

ফেনী শহরের পশ্চিম উকিলপাড়ায় কিশোর গ্যাং এর আড্ডার প্রতিবাদ করায় রোববার রাতে মঈনুল হোসেন ডরিনকে কুপিয়েছে বখাটেরা। আহত ডরিনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, পশ্চিম উকিলপাড়া এলাকার বখতিয়ার ভূঞা বাড়ির পাশে খালি মাঠে দীর্ঘদিন একদল কিশোর আড্ডা দেয়। রোববার রাত ৯টার দিকে স্থানীয় মঈনুল হোসেন ডরিন বিষয়টি দেখে সেখানে গিয়ে তারা কারা জানতে চায়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তার মাথায় কুপিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি দেয়। মঈনুলের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

আহত মঈনুলের বাবা মনোয়ার হোসেন দুলাল জানান, মঈনুল রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে অনার্স পরীক্ষা শেষে ছুটিতে বাড়ি আসে। বাড়ির পাশে কিশোর গ্যাংয়ের আড্ডা দেখে প্রতিবাদ করায় হামলা করা হয়। একপর্যায়ে তাকে স্থানীয় আনোয়ার হোসেন ও এমরান হোসেনের ঘরে টেনে-হেঁচড়ে নিয়ে বটি দিয়ে কুপিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় তিনি ফেনী মডেল থানায় মামলা দায়ের করবেন। আনোয়ার-এমরানের নেতৃত্বে একদল কিশোর-যুবক ওই মাঠে প্রতিদিন আড্ডা দিয়ে মাদকের আসর বসায় বলে তিনি জানান।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, হামলায় একজন আহতের বিষয়টি শোনামাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Provaati
    দৈনিক প্রভাতী