শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

একাত্তরের পরাজিত শক্তি আবার ষড়যন্ত্রে মেতে উঠেছে: আইসিটি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২১ আগস্ট ২০২২ ২১ ০৯ ০২  

একাত্তরের-পরাজিত-শক্তি-আবার-ষড়যন্ত্রে-মেতে-উঠেছে-আইসিটি-প্রতিমন্ত্রী

একাত্তরের-পরাজিত-শক্তি-আবার-ষড়যন্ত্রে-মেতে-উঠেছে-আইসিটি-প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের উন্নয়ন ও আওয়ামী লীগের সাফল্য একাত্তরের পরাজিত শক্তি মেনে নিতে পারছে না। এ কারণে তারা আবারো সক্রিয় হয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্রে মেতে উঠেছে। সবাইকে সতর্ক থেকে এ অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

রোববার নাটোরের সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক মতবিনিময় সভা এবং ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই রাউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সম্মতিতে তার ছেলে তারেক রহমানের হুকুমে পাকিস্তান থেকে জঙ্গি, ভাড়াটে সন্ত্রাসী এনে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। এসব সত্য আমাদের তরুণ প্রজন্মকে জানাতে হবে যেন তারা কোনোভাবেই বিভ্রান্ত না হয়।

তিনি আরো বলেন, গত ১৩ বছরে আমরা সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছি। ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছি। আগামী ২০২৫ সালের মধ্যে ৬৫ হাজার প্রাথমিক স্কুল, ৩৫ হাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল, সাড়ে তিন হাজার কলেজ, দুই হাজার ২৫৭টি বিশ্ববিদ্যালয় কলেজ, ১৫০টি বিশ্ববিদ্যালয়, সাড়ে তিন হাজার ভূমি অফিস, ১৮ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিকে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেব।

জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরো আগে উন্নত ও প্রযুক্তিনির্ভর হতো। পাকিস্তানি এজেন্টরা সেই উন্নয়ন অগ্রযাত্রা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করতে চেয়েছিল। তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। এ দেশের বুদ্ধিজীবী, সাংবাদিকদের হত্যা করেছে। ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, ২ লাখ মা-বোনের সভ্রমহানি করেছে। তারা আমাদের সোনার দেশকে যুদ্ধবিধ্বস্ত বানিয়েছিল।

তিনি বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে ৩ বছরে দেশকে উন্নয়ন-অগ্রগতিতে এগিয়ে নিয়ে যান। তার সেই স্বপ্নের দেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, উন্নয়ন ও সুশাসন উপহার দিয়েছেন। তাই তার নেতৃত্বের বিকল্প নেই। শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একাত্তরের পরাজিত অপশক্তি আবারো অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এ অশুভ তৎপরতা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্যে নেতাকর্মীসব দেশবাসীকে সজাগ-সতর্ক থাকতে হবে।

সিংড়া উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ইউএনও এম এম সামিরুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর