শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

একসঙ্গে ১৪ সিংহীর আক্রমণ রুখে দিল নির্ভীক হাতি (ভিডিও)

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ১৫ ০৩ ০১  

একসঙ্গে-১৪-সিংহীর-আক্রমণ-রুখে-দিল-নির্ভীক-হাতি-ভিডিও

একসঙ্গে-১৪-সিংহীর-আক্রমণ-রুখে-দিল-নির্ভীক-হাতি-ভিডিও

একটি ডোবার পাশে একা ঘুরছিল একটি হাতি। তার বিচরণে আচমকা বাধা হয়ে দাঁড়াল একদল সিংহী। সুযোগ বুঝেই হাতির ওপর হামলে পড়লো একটা নয়, দুটো নয়, একসঙ্গে ১৪টি সিংহী। কিন্তু নির্ভীক হাতি নাছোড়বান্দা। ঝড়িয়ে পড়লো যুদ্ধে। সেই যুদ্ধের ভিডিও এখন ভাইরাল। 

ভিডিওটি শেয়ার করে টুইট করেছেন সুশান্ত নন্দা নামে বন দফতরের এক কর্মকর্তা।

ভিডিওতে দেখা যা, একটি সিংহী হাতির পিঠে চড়ে আক্রমণের চেষ্টা করছে। বাকি সিংহীরা কেউ হাতিটির লেজ মুখে নিয়েছে। কেউ আবার হাতিটির দিকে তেড়ে যাচ্ছে। এ অবস্থায় ঘাবড়ে না গিয়ে প্রতিরোধের চেষ্টা করেছে হাতিটি। বেশ কয়েকবার দৌড়ে সিংহীদের ছত্রভঙ্গের চেষ্টা করলো হাতিটি। কখনো সামনে এগিয়ে আবার কখনো পিছিয়ে গিয়ে সিংহীদের কবল থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করল। এরপর ধীরে ধীরে পানির দিকে এগিয়ে যায় হাতিটি। তার দেখাদেখি সিংহীরাও তার পিছু নেয়। তবে সামনে কিছুটা এগিয়ে যাওয়ার পর হাতিটি আচমকা ফিরে এসে সিংহীদের তাড়া করলে পালাতে শুরু করে সিংহীদের দল।

ভিডিয়োটি টুইট করে ঐ বন কর্মকর্তা লিখেন, ১৪ সিংহীকে একাই হারিয়ে দিল হাতিটি। তাহলে জঙ্গলের আসল পশুর রাজা কে?

>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর