শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

একজন নাগরিকের উপযুক্ত মর্যাদা নিশ্চিত করতে হবে: বিচারপতি রেজাউল

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০১  

একজন-নাগরিকের-উপযুক্ত-মর্যাদা-নিশ্চিত-করতে-হবে-বিচারপতি-রেজাউল

একজন-নাগরিকের-উপযুক্ত-মর্যাদা-নিশ্চিত-করতে-হবে-বিচারপতি-রেজাউল

সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. রেজাউল হাসান বলেছেন, একজন নাগরিকের উপযুক্ত মর্যাদা নিশ্চিত করতে হবে। বিভিন্ন দেশের এয়ারপোর্টে অন্যদেশের তুলনায় বাংলাদেশের নাগরিকদের একটু বেশিই যাচাইবাছাইয়ের মধ্যে যেতে হয়। প্রবাসীদের কষ্টের কথা শুনলে খারাপ লাগে। একজন মর্যাদাবান মানুষের পক্ষে কখনো ক্ষতিকর কিছু করা সম্ভব না।

সোমবার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন বিচারপতি মো. রেজাউল হাসান।

বিচারপতি মো. রেজাউল হাসান বলেন, যদি কখনো কোন সম্মানী ব্যক্তি খারাপ কিছু করেনও তাহলে সেটি তার ব্যক্তিজীবনই নয় বরং জাতীয় জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ে। একটি সুশিক্ষিত জাতি ছাড়া আমরা কিছুই আশা করতে পারি না। শিক্ষা বলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও অপ্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতিও জোর দিতে হবে।

তিনি এ প্রসঙ্গে ইউরোপ-আমেরিকাসহ উন্নত দেশগুলোর উদাহরণ টেনে বলেন, এইসব দেশে আমাদের দেশের মতো মামলা মোকদ্দমা কম। মানুষ অন্যায় না করলে তো কোর্টে মামলা করতে হবে না। আবার কথায় কথায় কোর্ট হুকুম না দিলে কিছু করবো না এটিও ভালো কথা না। প্রত্যেকেরই কর্তব্য রয়েছে সুবিচার করার। ন্যায়বিচারের দায়িত্ব পরিবার-কর্মস্থল সবখানেই রয়েছে। অহংকারের জন্যই মানুষ ধুলার সঙ্গে মিশে যায়। কিন্তু বিনয়ের কারণে কাউকে ধুলার সঙ্গে মিশে যাওয়ার কথা শুননি।

এ সময় বিচারপতি মো. রেজাউল হাসান ৭৩ সালে বঙ্গবন্ধুর গৃহীত বার্ষিক পঞ্চশালা পরিকল্পনাকে দেশের অর্থনৈতিক মুক্তির দলিল হিসেবে উল্লেখ করে বলেন, এই পঞ্চশালা পরিকল্পনা যেকোনো দেশের মুক্তির দলিল। বঙ্গবন্ধু একশ’ বিঘা জমির উপরে কারো সম্পত্তি থাকতে পারবে না আইন করার পর থেকেই জমিদারী মনোভাব রহিত হওয়া শুরু করে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ ও পুলিশ সুপার মো. শাহজাহান। এ সময় বিশেষ জজ মো. মতিউর রহমান, চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট মো. আব্দুল হামিদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী