শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনে রাশিয়ার ২০০ প্যারাট্রুপার নিহত

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ১৫ ০৩ ০১  

ইউক্রেনে-রাশিয়ার-২০০-প্যারাট্রুপার-নিহত

ইউক্রেনে-রাশিয়ার-২০০-প্যারাট্রুপার-নিহত

ইউক্রেনীয় সেনা বাহিনীর হামলায় রাশিয়ার ২০০ প্যারাট্রুপার নিহত হয়েছেন বলে দাবি করছেন দেশটির লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি হাইদাই। এ সময় ইউক্রেনের অধিকৃত এলাকায় থাকা রুশ বাহিনীর একটি ঘাঁটিও ধ্বংসের দাবি করেন তিনি। 

শুক্রবার টেলিগ্রাম পোস্টের ররাতে এ তথ্য জানায় মার্কিনভিত্তিক সংবাদমাধ্যম নিউজউইক।

টেলিগ্রাম পোস্টে গভর্নর জানান, ইউক্রেনীয় সেনারা কাদিভকা শহরের একটি হোটেলে স্থাপিত রুশ ঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে। এতে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতি অনেকটা কমে গেছে। 

এ হামলাকে নিজেদের বড় ধরনের সফলতা হিসেবে দেখছেন  গভর্নর সেরহি হাইদাই। একটি ছবি প্রকাশ করে ইউক্রেনের এ জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ২০১৪ সাল থেকে ঘাঁটিটি ব্যবহার করছিল রুশ বাহিনী।

নিজেদের বিমানবাহিনীর প্যারাট্রুপার নিহতের ঘটনায় মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

লুহানস্ক ইউক্রেনের ডনবাসের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখলে করে নেয়ার পর থেকে লুহানস্কে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনীর লড়াই চলছে। রাশিয়ার দাবি, লুহানস্ক এখন মস্কোর নিয়ন্ত্রণে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর