শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আপনি অমলিন বঙ্গবন্ধু: জয়া আহসান

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ১৬ ০৪ ০২  

আপনি-অমলিন-বঙ্গবন্ধু-জয়া-আহসান

আপনি-অমলিন-বঙ্গবন্ধু-জয়া-আহসান

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী। দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করছেন তাকে।

এদিকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে শোক দিবসে জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জানিয়েছেন, তিনি সবসময় নিজের মধ্যে বঙ্গবন্ধুকে ধারণ করেন।   

জয়া লিখেছেন, আমার অন্তরের মধ্যে যে বাংলাদেশ সবসময় জেগে থাকে, তার দেহ-মন জুড়ে সংগ্রামের অনুপ্রেরণা হয়ে প্রতিধ্বনিত বঙ্গবন্ধুর নাম। শোক নয়, শক্তি হয়ে রয়ে যায় জাতির জনক শেখ মুজিবুর রহমান। জাতীয় শোক দিবসে চির অম্লান বঙ্গবন্ধুকে জানাই আমার শ্রদ্ধাঞ্জলী। চেতনায়, বিপ্লবে, অনুপ্রেরণায়, দিন বদলের স্বপ্নে আপনি অমলিন বঙ্গবন্ধু।

১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী এক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের মানুষ হারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

Provaati
    দৈনিক প্রভাতী