শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অভিনয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ অর্জুনকে!

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২ ১৭ ০৫ ০২  

অভিনয়ে-মনোযোগ-দেওয়ার-পরামর্শ-অর্জুনকে

অভিনয়ে-মনোযোগ-দেওয়ার-পরামর্শ-অর্জুনকে

বলিউড অভিনেতা অর্জুন কাপুর। সম্প্রতি একের পর এক হিন্দি সিনেমা বয়কট প্রসঙ্গে কথা বলেছেন তিনি। এই সময় ক্ষুব্ধ হয়ে তিনি জানান, আর বাড়াবাড়ি সহ্য করবেন না।

এদিকে অর্জুনের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তাকে ‘হতাশ আর ফ্লপ’ অভিনেতা বলেছেন ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। তিনি বলেছেন, ‘জনগণকে হুমকি দেওয়ার পরিবর্তে অর্জুন যদি নিজের ও অভিনয়ের প্রতি মনোযোগী হন তাহলে বেশি ভালো হবে।’

অর্জুনকে প্রশ্ন ছুড়ে তিনি বলেন, ‘বলিউডের টুকরে টুকরে গ্যাং সনাতন হিন্দুধর্ম বাদে অপর কোনো ধর্মকে টার্গেট করে সিনেমা বানাতে পারবে? পারবে অন্যধর্মের ভগবানদের নিয়ে ছেলেখেলা করতে? আর এখন আবার বয়কট নিয়ে হুমকিও দিচ্ছে! অপেক্ষা করুন অর্জুনজি। মানুষজন এখন যথেষ্ট বুঝদার হয়েছে।’

সম্প্রতি আমির খানের ‘লাল সিং চড্ডা’ সিনেমা মুক্তির আগে বয়কটের ডাক দেওয়া হয়। এরপর আমিরের পাশে দাঁড়ানোর জন্য হৃতিক রোশানের পরবর্তী সিনেমা ‘বিক্রম বেদা’ বয়কটেরও হুমকি দেওয়া হচ্ছে। এই তালিকায় রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাও রয়েছে। এই সিনেমার বিরুদ্ধে হিন্দু ধর্মের অবমাননার অভিযোগ তোলা হয়েছে।

এরপর এক সাক্ষাৎকারে অর্জুন কাপুর বলেন, ‘আমার মনে হয় বিষয়টি নিয়ে চুপ থেকে আমরা ভুল করেছি। সেটা আমাদের ভদ্রতা ছিল, কিন্তু মানুষজন এবার সেটার ফায়দা লুটছে। আমাদের এই ধারণাটা একেবারে ভুল ছিল যে, কাজের মাধ্যমে আমরা এর জবাব দিবো। নিজের হাত গন্ধ করে কী হবে? তাই এই বিষয়টা আমরা সহ্য করেছি। কিন্তু কিছু মানুষ এটাকে অভ্যাসে পরিণত করে ফেলেছে। সকলে মিলে এবার কিছু একটা করতে হবে। কারণ আমাদের নিয়ে যা লেখা হয়, বা যে সব হ্যাশট্যাগ ট্রেন্ড করে সেটা মোটেই সত্যি নয়। এবার বাড়াবাড়ি হচ্ছে, এটা মোটেই উচিত না।’

অর্জুনের পরবর্তী সিনেমা ‘কুত্তে’ সিনেমাটিতে আরো আছেন— কঙ্কনা সেন শর্মা, রাধিকা মদন, নাসিরুদ্দিন শাহ, টাবু প্রমুখ। ভূমি পেডনেকারের সঙ্গে ‘লেডিকিলার’ সিনেমায় দেখা যাবে তাকে।

Provaati
    দৈনিক প্রভাতী